ক্যানসারের সঙ্গে লড়ে প্রাণ গেল হার্ট অ্যাটাকে

- আপডেট সময় : ০৫:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
হৃদরোগে মৃত্যু হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ও মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ডা. এন কে নাতাশার।
রাজধানীর স্কয়ার হাসপাতালে শুক্রবার ভোররাতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ।
টিভি পর্দার চেনা মুখ নাতাশার জন্ম ১৯৭৭ সালে। মাছরাঙা টেলিভিশনে যোগ দেয়ার আগে একাধিক সংবাদমাধ্যমে উপস্থাপনা করেছেন তিনি।
তার স্তন ক্যানসার ধরা পড়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে। দীর্ঘদিন তিনি চিকিৎসা নিয়েছেন দেশে ও বিদেশে।
নাতাশার ক্যানসারের সার্জারি হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে চালিয়ে যান স্বাভাবিক কার্যক্রম।
গত বছরের ডিসেম্বরে আবারও শারীরিক অবস্থার অবনতি হয় এ চিকিৎসকের। এর মধ্যেই গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি।
বনানীতে দীর্ঘদিনের কর্মস্থল মাছরাঙা টিভি কার্যালয়ে শুক্রবার বেলা ১১টার দিকে এন কে নাতাশার প্রথম জানাজা হয়। মহাখালীর ডিওএইচএস জামে মসজিদে জুমার নামাজের পর তার দ্বিতীয় জানাজা হবে। পরে আসরের নামাজের পর আজিমপুর কবরস্থানে দাদির কবরে সমাহিত করা হবে এ চিকিৎসককে।