কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে সহায়তার আশ্বাস দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি

- আপডেট সময় : ০৮:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশেন আয়োজিত চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে ভিডিও কনফারেন্সে এমনই আশ্বাস দেয়া হয় চীনের পক্ষ থেকে।
এসময় বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জার্তিক সম্পাদক শাম্মি আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোভিড-১৯ মোকাবিলায়, বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া, চীনের পক্ষ থেকে এব্যাপারে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। সে অনুযায়ী বাংলাদেশ কোভিড-১৯ নিয়ন্ত্রণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।