কোপা আমেরিকায় মেসিতে ভর করেই সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
কোপা আমেরিকায় মেসিতে ভর করেই সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। মেসির জাদুতে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে আকাশী-নীলের দল।
ফেভারিটের তকমা নিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছিল আর্জেন্টিনা। মূল লড়াইয়ে ফেভারিটের মতোই খেলল প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়নেরা। তিনটি গোলেই ছিল মেসির অবদান। প্রথম দুটি গোল সতীর্থকে একদম পাতে তুলে দিয়েছেন। শেষে নিজেও করলেন এক গোল। গোলটি আসে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে। মেসিময় ম্যাচে ইকুয়েডরকে উড়িয়ে কোপার সেমিফাইনালে পা রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের অলিমম্পিকো স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেমিফাইনালের প্রতিপক্ষ কলম্বিয়া।