কোপার সেরা একাদশে নেই ডি মারিয়া

- আপডেট সময় : ০২:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ডি মারিয়াকে ছাড়াই কোপার সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। কোপা আমেরিকার ফাইনালে শেষ ভাগ্য নির্ধারণ করে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোল। তাঁর একমাত্র গোলেই ২৮ বছর শিরোপার দেখা পায় আর্জেন্টিনা।
অথচ সেই ডি মারিয়াকেই রাখা হয়নি কোপার সেরা একাদশে। ডি মারিয়া মূলত সবম্যাচে শুরুর একাদশে ছিলান না। অবশ্য যখনই মাঠে নেমেছেন ভালো করেছিলেন এই পিএসজি তারকা। ফাইনালের আগেরদিনই লিওনেল মেসি ও নেইমারকে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। মেসি-নেইমারদের সঙ্গে ফরোয়ার্ড হিসেবে আছেন কলম্বিয়ার লুইস দিয়াস। গোলরক্ষক হিসেবে আছেন এমিলিয়ানো মার্তিনেস। ডিফেন্ডার হিসেবে আছেন ব্রাজিলের মার্কিনিয়োস ও মিডফিল্ডার কাসেমিরো। এ ছাড়া একাদশে সুযোগ পেয়েছেন একুয়েডরের লেফট ব্যাক পেরভিস এস্তুপিনান, পেরুর মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুন ও চিলিয়ান রাইট ব্যাক মাউরিসিও ইসলা। একাদশে আরো আছেন, একুয়েডরের পেরভিস এস্তুপিনান, আর্জেন্টিনার রদ্রিগো দে পল। গত এক মাস ধরে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকায় বুঁদ হয়ে ছিল ফুটবলপ্রেমীরা। দুই মেগা আসরের পর্দা নেমেছে গত রোববার।