কোনো সভ্য ও মানবতাবাদী রাষ্ট্র খুনীদের প্রশ্রয় দেবে না : আনিসুল হক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৬৭০ বার পড়া হয়েছে
কোনো সভ্য ও মানবতাবাদী রাষ্ট্র খুনীদের প্রশ্রয় দেবে না। দুই খুনিকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে একথা জানান তিনি। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনি ‘জটিলতার’ কথা উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি জানান, কানাডার আইনে মৃত্যুদণ্ড নেই। তাদের আইনে আছে, অন্য দেশের কেউ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলে তাকে ফিরিয়ে দেয়া যাবে না। আইনমন্ত্রী আরো বলেন, আরো তিন খুনির অবস্থান কারো জানা নেই। তবে, ইঁদুরের গর্তে ঢুকেও কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেন তিনি।
























