কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল
																
								
							
                                - আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
 - / ১৮৬৭ বার পড়া হয়েছে
 
সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে আজ সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন ফ্লাইওভারের নিচের রেলপথে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এ সময় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। এর আগে, বেলা ১১টার দিকে সকল হল থেকে প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, মেয়েদের হল ও ছেলেদের হল হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এখানে এসে সমাবেশ শুরু করেন তারা। এসময় রাজশাহী শহরের ভদ্রা থেকে খড়খড়ি বাইপাসের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় দুই হাজার শিক্ষার্থী সেখানে অবস্থান নেন।
																			
																		














