কেমিক্যাল সংকটে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা কারখানার উৎপাদন

- আপডেট সময় : ১০:২৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৭৩০ বার পড়া হয়েছে
ঈদ মৌসুমে যেখানে কোটি টাকার বাণিজ্য করার কথা, সেখানে কেমিক্যাল সংকটে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার অটোমেশিন নির্ভর পাদুকা কারখানার উৎপাদন। বছরের আট থেকে নয় মাস কারখানাগুলোতে কাজের তেমন চাপ না থাকলেও দুই ঈদের আগে চাপ বেড়ে যায় কয়েকগুণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে পাদুকা কারিগরদের কর্মযজ্ঞ।
ঈদ মৌসুমে অটোমেশিন দিয়ে প্রতিদিন কয়েক হাজার জোড়া জুতা উৎপাদন হওয়ার কথা। অথচ এমন সময়েও বন্ধ কার্যক্রম। মূলত কেমিক্যাল সংকটে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা কারখানাগুলোতে এমন হতাশার চিত্র। ব্যবসায়ীরা জানান, জেলায় ২৬টি অটোমেশিন নির্ভর জুতার কারখানা রয়েছে। যেখানে প্রতিদিন প্রতিটি কারখানায় অন্তত ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের জুতা তৈরি হয়ে থাকে। বিশেষ করে রমজান এলে বাড়ে কাজের চাপ। কিন্তু গত দুই সপ্তাহের বেশি সময় ধরে কেমিক্যাল সংকটে ধুঁকছে কারখানাগুলো। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অধিকাংশ কারখানার উৎপাদন।