কেপ টাউন টেস্টে চালকের আসনে ভারত
- আপডেট সময় : ১২:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
কেপ টাউন টেস্টে চালকের আসনে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বিরাট কোহলির দল। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৫৭ রান।
১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা, দলীয় ২৪ রানে মায়াঙ্ক আগারওয়াল ও লুকেশ রাহুলের উইকেট হারায় ভারত। তবে বাকিটা সময় আর কোন বিপদ হতে দেয়নি বিরাট কোহলি আর চেতাশ্বর পূজারা। ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করে এই জুটি। এর আগে, ১৭ রানে ১ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দিনের শুরুতেই এইডেন মার্করামকে হারায় স্বাগতিকরা। প্রোটিয়াদের হয়ে একমাত্র কেগান পিটারসেন বাদে কেউই থিতু হতে পারেননি উইকেটে। ১৬৬ বলে ৭২ করা এই ব্যাটারকেও সাজঘরে ফেরান বুমরাহ। শেষ পর্যন্ত ২১০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। পাঁচ উইকেট নেন বুমরাহ। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতা।





















