কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুরে জেলা সদরের ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্তরে অর্থ প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ঘোগাদহ ইউনিয়নের ১৫ পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা দেয়া হয়। পর্যায়ক্রমে জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৯ ইউনিয়নের দরিদ্রদের মাঝে ১০ হাজার করে টাকা বিতরণ করা হবে।
এদিকে, সুন্দরবনের আত্মসমর্পনকরা জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন রেব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন।





















