কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে হাইজীন কীট, তাঁবু এবং আর্থিক সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৬:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় কয়েক হাজার পরিবারের মাঝে হাইজীন কীট, তাঁবু এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুরে জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে এসকল সহায়তা বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র সিনিয়র কো-অর্ডিনেটর নির্মল মজুমদার, সীডস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো: আনোয়ার হোসেন, স্বপ্ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অরুন চন্দ্র অধিকারীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সহায়তার মধ্যে ছিল নগদ ৩ হাজার টাকা ও হাইজীন কীটসহ বিভিন্ন সামগ্রী। সংগঠনটির সহায়তায় কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলার ১২টি ইউনিয়নে এই সহায়তা প্রদান করা হচ্ছে।
এদিকে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ্য ৯টি ইউনিয়নের প্রায় ৯ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমেলি। দুপুরে কনকসার ইউনিয়নের দিশারী সংঘের উদ্দ্যোগে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য এ খাদ্য সহায়তা বিতরণ করেন।























