কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত দুই আসামী তিনদিনের রিমান্ডে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সাতজন জড়িত বলে তদন্তে উঠে এসেছে। এদিকে, ঘটনায় জড়িত দুই আসামীর তিনদিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সকালে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে তদন্ত কমিটির সদস্যরা লিখিতভাবে প্রতিবেদন জমা দেবেন। প্রশ্নফাঁসের ঘটনায় মূল হোতা ৭ জনের মধ্যে ৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। একজন পলাতক। এদিকে, কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভূরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্র সচিব লুৎফর রহমানকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এছাড়া ট্যাগ কর্মকর্তাকে মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।