কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে তুলে নেয়ার ঘটনা আইনি বিধি লঙ্ঘন :তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে তুলে নেয়ার ঘটনা আইনি বিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।
বিকেলে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ বিতার ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ আরো বলেন, শুধু ডিসি নয়, প্রশাসনের যে কেউ এ ধরণের আইনি বিধি লংঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। তবে কুড়িগ্রামের এ ঘটনা আইনমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বিষয়টি ভালোভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।