কুড়িগ্রামের দাঁতভাঙ্গা সীমান্ত থেকে এক বাংলাদেশি ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ী সীমান্ত থেকে রাশেদুল ইসলাম নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী।
শুক্রবার রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬-এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। রাশেদুল ছাটকড়াইবাড়ী গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, রাশেদুলসহ কয়েকজন বাংলাদেশী ব্যবসায়ী ভারত থেকে কেনা গরু আনার উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে রাশেদুল। এ ব্যাপারে দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, রাশেদুলের পরিবারের কাছে তার আটকের খবর পেয়ে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।















