কুসিক নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন

- আপডেট সময় : ০৫:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
কুসিক নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ছোটখাটো অভিযোগ নিয়েই চলছে নির্বাচনী প্রচারণা। আওয়ামী সমর্থিত প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু নয়।
কুমিল্লা সিটি নির্বাচনে নগর জুড়ে প্রচারণার ডামাডোল বাজছে। শহরের প্রধান সড়ক ও অলিগলি পোস্টারে ছেয়ে আছে। প্রার্থীরা নির্বাচনী আচারণবিধি মেনে দিনব্যাপী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। লক্ষ্য জয়ী হওয়া। এজন্য যতরকম প্রতিশ্রুতি আছে দিচ্ছেন ভোটারদের।
দুপুরে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের দোকান মালিক, ক্রেতা ও বিক্রেতাদের কাছে ভোট চান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা। মহানগর আওয়ামী লীগ অফিসে আলোচনা সভায় নেতাকর্মীদের দিক-নির্দেশনামুলক বক্তব্য দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে কান্দিরপাড় এলাকায় গণ সংযোগ করেন তারা।
গণসংযোগে নেমে নৌকা প্রার্থী রিফাত বলেন, বিএনপির স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।
সকালে নির্বাচনী প্রচারণায় নামে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। নগরীর কান্দির পাড়, মনোহরপুরসহ বিভিন্ন এলাকায় ভোটারের কাছে যান এই প্রার্থী।
এদিকে সকালে কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্তরে গণ-সংযোগ করেন অপর স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দীন কায়সার। দিনব্যাপী লিফলেট বিতরণ ও ভোট চান তিনি। কুমিল্লায় এখনো নির্বাচনী পরিবেশ সুষ্ঠ নয় বলে অভিযোগ করেন তিনি।
১৫ জুনের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।