কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি উধাওয়ের ঘটনায় শিল্প মন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি উধাওয়ের ঘটনায় শিল্প মন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গত ৫ জুন গঠিত শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শিবনাথ রায়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের তদন্ত দল রোববার রাতে কুষ্টিয়া চিনিকলে পৌছায়।
সকাল থেকেই তদন্ত দল তাদের কার্যক্রম শুরু করে। চিনি গায়েবের ঘটনায় কারো সম্পৃক্ততা রয়েছে কিনা সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বক্তব্য নেয়া হয়। দিনব্যাপী তদন্তের পর বিকেল পর্যন্ত প্রায় ১০ জনের বক্তব্য নেয়া হয়। তবে দীর্ঘ সময় ধরে চলা তদন্তে কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে কিনা তা জানা যায়নি এখনও। কমিটির প্রধান শিবনাথ রায় জানান, তদন্তের স্বার্থে কোন কিছুই প্রকাশ করা যাচ্ছে না। কমিটির ৫ সদস্য ছাড়াও এসময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।