কুষ্টিয়া ও সুনামগঞ্জে ২ জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়া ও সুনামগঞ্জে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি এলাকায় কুষ্টিয়া – রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে এক মহিলার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্বার করে থানায় নিয়ে যায় পুলিশ।
সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ী গ্রামে ফার্নিচার ব্যবসায়ী জুনু মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাড়ীর পার্শ্বে বাথরুমের কাছে বাশের ঝাড়ের তলায় লতাপাতা দিয়ে মরদেহ ঢেকে রেখে যায় খুনিরা। স্থানীয়রা লাশ দেখে সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুনু মিয়ার লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।