কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শুক্রবার রাতে কে বা কারা ভাষ্কর্য ভাঙ্গচুর করে। এ ঘটনায় পৌর সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। এদিকে, এর রেশ না কাটতেই শনিবার সন্ধ্যায় ভাঙ্গচুর হওয়া বঙ্গবন্ধু ভাষ্কর্য চত্বরে একটি মাইক্রোবাস করে এসে পুলিশ প্রহরায় নিজেদের মধ্যে বাক-বিতন্ডা বাধিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিকেলে এক প্রতিবাদ সভার ডাকও দিয়েছে জেলা আওয়ামী লীগ।















