কুষ্টিয়ায় গোয়েন্দাপুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে ৩ ডাকাত আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় গোয়েন্দাপুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দুপুরে পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান আটককৃতরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে সুযোগ বুঝে লোকজনকে জিম্মি করে আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে অর্থ, স্বর্ণলংকার মানুষের কাছে থেকে ছিনিয়ে নিতেন।গেলরাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাতদলের ৩ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি পিস্তল, ছূরি, ওয়াকিটকি, নগদ অর্থ, মাদক ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।