কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিনদিনের স্মরণোৎসবে জমে উঠেছে বাউল সম্রাট লালন ফকিরের আখড়াবাড়ি

- আপডেট সময় : ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিনদিনের স্মরণোৎসবে জমে উঠেছে বাউল সম্রাট লালন ফকিরের আখড়াবাড়ি। বাউল ভক্ত-অনুসারী ও দর্শনার্থীদের ভিড়ে মুখোরিত হয়ে উঠেছে পুরো এলাকা। সেই সঙ্গে চলছে বাউলদের ভারি কণ্ঠে গান। এদিকে, এবারই প্রথম বিদেশী পর্যটকদের উৎসবে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ধন্য ধন্য ও বলি তারে; আমি ওপার হয়ে বসে আছি ওহে দয়া ময়- এমন সব আধ্যাত্মিক গানের আসর বসিয়েছেন বাউলরা আখড়াবাড়ীর আঙ্গিনায়। আর এসব আয়োজনে বাউল-ফকির আর দর্শনার্থীদের ভিড়ে মুখোরিত হয়ে উঠেছে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়ী।
শুধু টেলিভিশন আর পত্র-পত্রিকায় পড়েছেন, দেখেছেন। স্বচক্ষে দেখবার ইচ্ছে ছিল। তাই লালন উৎসবে এসেছেন দর্শনার্থীরা।
বিগত বছরের তুলনায় এবার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সড়ক, নৌপথসহ তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থার কথা জানালেন পুলিশ সুপার।
করোনা ভাইরাস থেকে সবাইকে মুক্ত রাখতে এই প্রথম বারের মত বিদেশী পর্যটকদের উৎসবে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে, জানালেন জেলা প্রশাসক। দোল উৎসবে রংয়ের আবির বড় বিষয় নয়, আত্মার শুদ্ধিকরণই লক্ষ্য। লালন সাঁইজীর দর্শন মুলত সেই কথাই বলে। এমন কথা জানালেন আখড়াবাড়ীতে আসা লালন অনুসারীরা।