কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুটি নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুটি ডোঙানৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আরো ৯ জনকে উদ্ধার করেছে স্থানীয়রা।
সকালে সাদিপুর ইউনিয়নে নদীতীরের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে ইঞ্জিন চালিত করিমনে কুমারখালীর ঘোষপুর এসে দু’টি ডোঙানৌকায় পদ্মা পার হয়ে উলুঘাস কাঁটতে চরে যাচ্ছিল ১৩ দিনমজুর। একটি ডোঙায় ছিল ৯ জন এবং অপরটিতে ৪ জন। বন্যার পানির প্রবল স্রোতে একপর্যায়ে দুটি ডোঙাই ডুবে যায়। এরপর ৯ জন সাঁতরে অসুস্থ অবস্থায় কুলে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে ৪ জন।