কুমিল্লা জেলার প্রায় ৩ হাজার ফার্মেসী চলছে লাইসেন্স বিহীন
- আপডেট সময় : ০৮:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৮২৬ বার পড়া হয়েছে
ষাট লাখ মানুষের কুমিল্লা জেলার ১৭ উপজেলায় রয়েছে অন্তত ৮ হাজার ঔষধ ফার্মেসী। তবে বিশাল সংখ্যার এ ফার্মেসীগুলোর অন্তত ৩ হাজার ফার্মেসীতে লাইসেন্স নেই। মানুষের জীবন রক্ষাকারী ঔষধ বিপণনের এসব ফার্মেসিগুলোতে ঔষধ প্রশাসনের নিয়মিত তদারকির অভাবে অনেক ফার্মেসীতে ভেজাল ও নিম্নমানের ঔষধ বিক্রি হচ্ছে। ঔষধ প্রশাসন বলছে লাইসেন্স বিহীন ফার্মেসী ও নকল ঔষধের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
জেলার অনেক ফার্মেসিতে ফার্মাসিস্ট নেই, নেই লাইসেন্সও। ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রির নিষেধাঞা থাকলেও রোগীর মুখের কথা শুনে তাদের চাহিদামত ওষুধ বিক্রি করছে ফার্মেসী গুলো। বিভিন্ন ফার্মেসীতে ভেজালের পাশাপাশি ঔষধের দাম বেশি নেয়ারও অভিযোগ করছেন অনেকে। এতে করে প্রতারিত হচ্ছে গ্রাহক আর হুমকির মুখে পরেছে জেলার স্বাস্থ্য সেবা।
অল্প সংখ্যক ফার্মেসীতে লাইসেন্স না থাকার কথা স্বীকার করেন জেলা ড্রাগ সুপার। তিনি বলছেন ভেজাল ঔষধ ও লাইসেন্স বিহীন ফার্মেসীর বিরুদ্ধে মোবাইল কোর্টে সাজা প্রদানসহ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
মানুষের জীবন রক্ষাকারী এসব ঔষধের দোকান গুলোতে ঔষধ প্রশাসনের নিয়মিত ও কার্যকর তদারকি প্রত্যাশা করছেন এ অঞ্চলের মানুষ।























