কুমিল্লায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদকব্যাবসায়ী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৭১৩ বার পড়া হয়েছে
কুমিল্লায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদকব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, রেব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর সদস্যরা সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর উপজেলার আমতলীতে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি পিকআপ ও একটি মোটর সাইকেল আটক করে তল্লাশী চালায়। এসময় সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল চট্টগ্রাম জেলার আকবরশাহ থানার মোঃ জোবায়ের আলম সোহেল,বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার আসমাইন বজল আদিল, কক্সবাজার জেলার রামু থানার মোঃ জাবের এবং একই থানার মোঃ জাহাঙ্গীর। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ও মোটর সাইকেলটিও জব্দ করা হয়।