কুমিল্লায় মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
কুমিল্লায় মালবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রামসহ তিন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সংবাদ পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। ইতোমধ্যে একটি ট্রেন উদ্ধারে কাজ শুরু হয়েছে।
রাজাপুর রেল-স্টেশনের মাস্টার বলেন, লাইন বাঁকা হয়ে গেছে। স্বাভাবিক হতে সময় লাগবে।