কুমিল্লায় দুর্গাপূজার সময় মন্দিরে হামলা : পুলিশের গাফিলতি আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
কুমিল্লায় দুর্গাপূজার সময় মন্দিরে হামলার ঘটনায় পুলিশের গাফিলতি আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
সকালে ঢাকার এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, সামাজিকভাবে অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয়া হয় না বলে, যথাযথ দেশপ্রেমিক নাগরিক গড়ে উঠছে না। যে কারণে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সংঘাতে জড়িয়ে পড়ছে অনেকে। অতীতে তদন্তে দেখা গেছে, রামু ও নাসিরনগরের ঘটনায় স্থানীয়ভাবে সক্রিয় সব রাজনৈতিক দলের কর্মীরাই জড়িত ছিল। কুমিল্লার ঘটনায় কোনও রাজনৈতিক ইন্ধন আছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। তবে আপাতত দেশে কোথাও সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি নেই।