কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
‘মুজিব বর্ষ জনগণের বর্ষ’ স্লোগানে কুমিল্লার তিতাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ইউনিয়ন-ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণের মাধ্যমে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ সিআইপি। সেই সাথে তিনি মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন। এছাড়া সেলিমা আহমাদ তিতাসে শিক্ষার্থীদের শারীরিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসিরউদ্দিন, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, এসি ল্যাণ্ড রুবাইয়া খানম সহ অনেকে।




















