কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য মাজহারুল ইসলাম নিহত হয়েছে।
গেলরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিমসিংহ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি ডাকাতদলের ডাকাতি প্রস্তুতির গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাজহারুল ইসলাম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল এবং দেশী তৈরি অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।