কুমিল্লায় পরীক্ষা দেয়নি ৩৭ হাজার শিক্ষার্থী : অন্যতম কারণ বাল্যবিয়ে
 
																
								
							
                                - আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারাদেশে পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। কুমিল্লায় পরীক্ষায় অংশ নেয়নি ৩৭ হাজার শিক্ষার্থী। অন্যদিকে প্রথমবারের মতো পর্যটক এলাকা সাজেকে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষ হবে ১ অক্টোবর।
সারাদেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা। এ বছর পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। বিভাগের আট জেলায় ২৭০ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেয়া হয়
সাভার ও ধামরাইয়ে সকালে পরীক্ষার্থীদের সাথে কেন্দ্রে ভিড় করেন অভিভাবকরা। এসময় তল্লাশী শেষে ছাত্রছাত্রীদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়।
গাজীপুরে পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তাতে পরীক্ষা নেয়া হয়।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১৪৮ কেন্দ্রে পরীক্ষার্থী এবার ১ লাখ ১২ হাজার ৯৪৮। সিরাজগঞ্জে পরীক্ষার কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
যানজট এড়াতে চট্টগ্রামে এক ঘণ্টা পিছিয়ে পরীক্ষার সময় নির্ধারণ করা হয় বলে জানান শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ। এবার এসএসসি পরীক্ষায় দেড় লাখ।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৪৯ হাজার ৬৩০ জন মেয়ে এবং ৪৬ হাজার ৩৪৬ জন ছেলে। বোর্ডের অধীন ছয়টি জেলার ১৮৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দিনাজপুর শিক্ষাবোর্ডে রংপুর বিভাগে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী। রংপুরে ২ হাজার ৬৭৫টি স্কুলের শিক্ষার্থীরা ২৭৭টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার পৌণে দুই লাখ পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করে।তবে পরীক্ষা দিচ্ছে না ৩৭ হাজার শিক্ষার্থী। এই তালিকায় মেয়েদের সংখ্যা বেশি। বাল্যবিয়ে, লেখাপড়ায় অমনোযোগী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব কারণে ঝরে পড়েছে তারা এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।
যশোর শিক্ষা বোর্ডে গেলো বছরের তুলনায় ২৩ হাজার ২৭ জন কম শিক্ষার্থী পরীক্ষায় বসেছে
পটুয়াখালী জেলায় ৬৪ পরীক্ষা কেন্দ্রে ২৫ হাজারেরও বেশি পরিক্ষার্থী অংশ নেয়। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেডিকেল টিম ও পুলিশ।
এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমবারের মতো রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বাঘাইহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জয়পুরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এসএসি এ সমমানের পরীক্ষা হয়।

 
																			 
																		





















