কুমিল্লায় জহিরুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় জহিরুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গেলরাতে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক একই উপজেলার সাতরা চম্পকনগর এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার রাতে তাকে সাথে নিয়ে জহির মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য আড়াইওড়া এলাকায় যায়। এসময় সাইফুদ্দিন সবুজ ও আজহারুল ইসলাম নামে দুই ব্যক্তি তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে জহিরকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।