কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার আরো দুই আসামী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার আরো দুই আসামীকে গ্রেফতার করেছে রেব।
শনিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন কুমিল্লা রেব ১১ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। আটক দুই আসামীরা হলেন মামলার ৬ নম্বর আসামী মোহাম্মদ আশিকুর রহমান রকি ও ৭ নম্বর আসামী মোহাম্মদ আলম মিয়া। রেব জানায়, শনিবার বিকেলে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে আশিককে লালমনিরহাটের চন্ডীবাজার থেকে এবং মোহাম্মদ আলম মিয়াকে কুমিল্লা সদর উপজেলার বড়জালা এলাকা থেকে আটক করা হয়। গত ২২ নভেম্বর বিকেলে কুমিল্লা শহরে নিজ কার্যালয়ে কাউন্সিলর সোহল এক সহযোগীসহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।