কুমিল্লায় এলপি গ্যাসের কৃত্রিম সংকটে ভোগান্তিতে মানুষ
- আপডেট সময় : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় এলপি গ্যাসের কৃত্রিম সংকটে চরম ভোগান্তিতে মানুষ। বেশি দাম দিয়েও মিলছে না এলপিজি সিলিন্ডার। এমন অবস্থায় বাধ্য হয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে সিলিন্ডার।
টাকা হাতে নিয়েও গ্যাসের সিলিন্ডার না পেয়ে চরম ভোগান্তিতে সাধারণ ভোক্তারা। ব্যবহৃত গ্যাসের মজুদ শেষ হয়ে যাওয়ায় বাসা-বাড়ি ও খাবারের দোকানগুলোতে বন্ধ হয়ে গেছে রান্না। সিলিন্ডার গ্যাস না পেয়ে দোকানে দোকানে ঘুরে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার তিনশ ছয় টাকা নির্ধারণ করেছে সরকার। তবে বাস্তবে সেই দামে গ্যাস মিলছে না কোথাও। খুচরা বাজারে সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৮’শ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। তবে ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামের কোনো তোয়াক্কা করছেন না বিক্রেতারা।
এদিকে কোম্পানি বা ডিলার পর্যায় থেকেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে দোকানীদের। চাহিদা থাকলেও সরবরাহ না থাকায় ক্রেতাদের ফিরিয়ে দিতে হচ্ছে। এতে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ছেন বলেও জানান তারা।
তবে প্রশাসনের দাবি, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে ।
এলপিজি গ্যাসের এই সংকট দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকলে কুমিল্লাবাসীর ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন গ্রাহক ও ব্যবসায়ীরা।

















