কুমিল্লার নির্ধারিত ময়লার ভাগাড়ের দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ
- আপডেট সময় : ০৪:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ১৫১৮ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্ধারিত ময়লার ভাগাড়ের দুর্গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সাধারণ মানুষ সংক্রমিত হচ্ছেন চর্মসহ বিভিন্ন ছোঁয়াছে রোগে। পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরশনের উর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে, বাস্তবায়ন হলে পরিত্রাণ পাবে এই এলাকার মানুষ।
কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর সড়কের পাশে প্রায় ৪০ বছরের পুরোনো ভাগাড়টি স্থানীয়দের জন্য যেনো ‘নরক যন্ত্রণা’। প্রতিদিন কুসিকের ২৭টি ওয়ার্ডের বাসাবাড়ি ও বাজারের প্রায় ২০০ টন বর্জ্য ফেলা হয় উন্মুক্ত এই ভাগাড়ে। রিসাইক্লিং সুবিধা না থাকায় পচেগলে সেই বর্জ্যে ছড়ায় তীব্র দুর্গন্ধ। আশপাশের ২০-২২টি গ্রামের বাসিন্দা, অসহ্য দুর্গন্ধের মধ্যেই পার করছেন বছরের পর বছর।
এমন বাস্তবতায়, সেখানে মানুষের বসবাসের উপায় নেই। এছাড়া, নোংরা পরিবেশ আর দুর্গন্ধের কারণে, এই এলাকার মানুষের সাথে সম্বন্ধও করতে চাননা অনেকেই। এলাকাবাসী কয়েকবার বিক্ষোভ ও মানববন্ধন করলেও নজর নেই কর্তৃপক্ষের। গত সিটি নির্বাচনের আগে তখনকার মেয়র দুর্গন্ধ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, কাজের কাজ কিছুই হয়নি।
পরিবেশ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা জানায়, আন্তর্জাতিক সংস্থা জাইকার সাথে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। বাস্তবায়ন হলে স্বস্তি পাবে এলাকার মানুষ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জানায়, ইতোমধ্যেই ১৫ একর ভূমি অধিগ্রহনের প্রক্রিয়া চলছে। কোন নির্ধারিত সময় বলা না গেলেও অতিদ্রুত ময়লার ভাগারটি নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
শুধুমাত্র পরিকল্পনা ও আন্তরিকতার অভাবে বছরের পর বছর কষ্ট করছে এই এলাকার মানুষ। অচিরেই এই সমস্যার সমাধান হবে, এমনটাই প্রত্যাশা সকলেরই।




















