কুমিল্লার দেবীদ্বারে প্রাণিসম্পদ প্রদশর্নী ২০২২’র উদ্ধোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
“পুষ্টি মেধা দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে প্রাণিসম্পদ প্রদশর্নী ২০২২’র উদ্ধোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে রেয়াজ উদ্দিন মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৪ দেবীদ্বার’র সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কার্যক্রমকে তুলে ধরে আলোকচিত্র প্রদর্শনী করা হয়।



















