কুইন্স টাউনে আজ বিশ্রামে কাটিয়েছে টিম বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
কুইন্স টাউনে আজ অনুশীলন না করে বিশ্রামে কাটিয়েছে টিম বাংলাদেশ। নিউজিল্যান্ড শহরের সৌন্দর্য্য উপভোগ করে সময় কেটেছে তামিম-মুশফিকদের।
কুইন্স টাউনের শটওভার নদীতে জেট বোটিং করেছেন সাইফুদ্দিন, রুবেল, আল আমিনরা। এছাড়া ভিউ পয়েন্ট থেকে শহর উপভোগ করেছেন। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরাও ঘুরে বেড়িয়েছেন। বানজি জাম্পিংয়ে অংশ নেন তাসকিন আহমেদ। একদিনের বিরতি কাটিয়ে রোববার থেকে আবারো দলগত অনুশীলনে নামবে টাইগাররা। মঙ্গলবার প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে যাবে টাইগাররা। সেখানে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। ২০ মার্চ প্রথম ওয়ানডে।























