কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় মুল পরিকল্পনাকারী গ্রেফতার

- আপডেট সময় : ০৫:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পাহাড়তলীতে দুই দল কিশোর গ্যাংয়ের সংঘর্ষে দুই জন নিহত হওয়ার ঘটনায় মুল পরিকল্পনাকারী ফয়সালকে গ্রেফতার করেছে রেব।
গেলরাতে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেব জানায়, পাহাড়তলী এলাকার আধিপত্য নিয়ে ফয়সাল ও শিহাবের নেতৃত্বাধীন দু’দল কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ চলছিলো। তবে তারা সবাই কথিত বড়ভাই ইলিয়াস মিঠুর অনুসারী হিসেবে পরিচিত। গত ৮ মে সন্ধ্যায় শিহাব তার বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হলে ফয়সাল ও রবিউল তাদেরকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় শিহাবের সহযোগীরা ফয়সাল ও রবিউলকে মারধর করে। বিষয়টি মিমাংসা করতে রাতেই দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসে ইলিয়াস মিঠু। এসময় পুর্ব পরিকল্পনা অনুযায়ী ফয়সাল গ্রুপের সদস্যরা শিহাব গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায় এবং মাসুম ও সজিব নামের দু’জনকে কুপিয়ে ও খুচিয়ে হত্যা করে। চাঞ্চল্যকর এই ঘটনায় ওই দিন রাতেই পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ৪ জরই ১৬৪ ধারার জবানবন্দীতে হত্যার পরিকল্পনাকারী হিসেবে ফয়সালের কথা জানায়।