কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় অভিযুক্ত এএসআই রাহেনুল সাময়িক বরখাস্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
রংপুরের বাহার কাছনায় কিশোরীকে গণধর্ষণের মামলায় অভিযুক্ত এএসআই রাহেনুলকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এর আগে পুলিশ সদস্য রাজুসহ তিনজনের নামে হারাগাছ থানায় মামলা করা হয়।
গণধর্ষণে সহায়তা করায় আটক করা হয়েছে মেঘলা নামের এক নারীকে। মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপ-কমিশনার আবু মারুফ হোসেন জানান, বাহার-কাছনার মাস্টার পাড়ায় মেঘলার বাড়িতে পুলিশ সদস্যের সাথে দু’দিন অবস্থান করে নির্যাতিতা ওই কিশোরী। দু’দিন পর ওই বাড়িতে কিশোরী আবারো গেলে মেঘলার সহায়তায় দুই যুবক তাকে ধর্ষণ করে। নির্যাতিতা কিশোরীকে চিকিৎসা জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত এএসআই রাহেনুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।