কিশোরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী, ফেনীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
- আপডেট সময় : ০৬:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
হয়েছে। এছাড়া কিশোরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী।
পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে ফেনী সদর উপজেলার শর্শদিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খোকনকে খুনের অভিযোগ উঠেছে। মার্কেটের দোকান ঘরের মালিকানা নিয়ে ছোট ভাই হেলাল ও বড় ভাই খোকনের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে ঘটনাস্থলেই নিহত হয় খোকনের। ফেনী মডেল থানার পরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। পুলিশ জানায়, ১২ বছর আগে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া দগদগা গ্রামের আবু বকরের সাথে বিয়ে হয় মাহফুজার। ৬ বছর আগে স্বামী আবুবকর বিদেশ চলে গেলে দুই সন্তান নিয়ে মাহফুজা বাবার বাড়িতে থাকতেন। গত ১৭ জুলাই আবুবকর দেশে ফিরেন। সোমবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন মাহফুজা। গতরাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে তার ঝগড়া হয়। আর এ জের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।























