কিশোরগঞ্জে বিরাজ করছে ভোটের বসন্ত
- আপডেট সময় : ০৫:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৫৮১ বার পড়া হয়েছে
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই, হালকা শীতেও কিশোরগঞ্জে বিরাজ করছে ভোটের বসন্ত। জেলার ছয়টি আসনে ৪৮ জন প্রার্থীর প্রচার-প্রচারণা ও ভোটারদের উচ্ছ্বাসে সরগরম গ্রাম থেকে শহর। প্রার্থীরা উন্নয়নের নানা আশ্বাস দিলেও. নিজেদের পছন্দের প্রার্থীকেই বেছে নেওয়ার কথা বলছেন জেলার ভোটারেরা।
প্রায় দুই হাজার সাত’শ বর্গকিলোমিটার আয়তনের উজান-ভাটির জেলা কিশোরগঞ্জ। এই জেলার অর্ধেকেরও বেশি হাওর অধ্যুষিত। ১৩টি উপজেলায় সংসদীয় আসন ৬টি। বিগত ১২টি নির্বাচনে নির্বাচিতদের অনেকেই নেতৃত্ব দিয়েছেন দেশের। অধিষ্টিত হয়েছেন বাংলাদের সর্বোচ্চ আসনেও। তাই, কিশোরগঞ্জের প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ। তবে, গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবারই।
ভোট দেয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের প্রার্থীকেই বেছে নেওয়ার কথা বলছেন, জেলার নবীন-প্রবীন ভোটারেরা।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ২৭ হাজার। এদের মধ্যে মহিলা ভোটার ১৩ লক্ষ ৩২ হাজার ৭৮৭ জন। এ জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২৮ জন।



















