কিশোরগঞ্জে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিলাতি ধনিয়া পাতা
- আপডেট সময় : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। এক সময় গ্রামে বাড়ির আঙ্গিনায় চাষ হতো এ পাতা। এবার জমিতে চাষ করে সহজে ভাল ফলন, বাজারে প্রচুর চাহিদা এবং ভাল দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। জেলার সকল উপজেলায় বিলাতি ধনিয়া পাতার চাষ দ্রুত ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।
বাজারে বিক্রয়ের জন্য জমি থেকে বিলাতি ধনিয়া পাতা সংগ্রহ করছেন কৃষক। জমিতে চাষকরা এ পাতার দৃশ্য দেখতেও মনোরম। গেলো কয়েক বছর ধরে এমন দৃশ্যের দেখা মিলে কিশোরগঞ্জের ১৩ টি উপজেলার কৃষি জমিতে। বছরের ডিসেম্বর মাসে বীজ বপন করা এর পাতার ফলন পাওয়া যায় আগষ্ট থেকে নভেম্বর পর্যন্ত। বিলাতি ধনিয়া পাতা অন্যান্য ফসলের তুলনায় কম খরচে অধিক লাভজনক হওয়ায় জেলার চাষীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।
উঁচু জমিতে চাষযোগ্য এ ধনিয়া পাতার প্রতি শতাংশে বীজ লাগে ১০০ গ্রাম। মাঠ পর্যায়ে কৃষকের পাশে থেকে এ পাতা চাষের জন্য উৎসাহ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
বিলাতি ধনিয়া পাতায় রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ। জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই প্রধান কর্মকর্তা।
চলতি বছর জেলায় ৪৫০ হেক্টর জমিতে বিলাতী ধনিয়ার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮৫ মেট্রিকটন। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকার উপরে।













