কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না

- আপডেট সময় : ০১:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এলাকা খ্যাত কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না। রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়।
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি মিঠামইন উপজেলার সাত ইউনিয়ন এবং অষ্টগ্রাম উপজেলার আট ইউনিয়নে নির্বাচন হবে। ইটনা উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহণ হবে এর পরের ধাপে। স্থানীয় সূত্র জানায়, নৌকা প্রতীক নিয়ে কাড়াকাড়ি, দলে হাঙ্গামা, কোন্দল ও অনৈক্য ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত ভালোভাবে নেননি ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘এতে দল ক্ষতিগ্রস্ত হবে। কারণ প্রতীক না থাকলে আওয়ামী লীগ থেকে প্রতি ইউনিয়নে চার-পাঁচজন করে চেয়ারম্যান প্রার্থী হবে। আর বিএনপি থেকে প্রার্থী হবে একজন। ফলে নির্বাচনি মাঠে বিএনপি বা স্বতন্ত্ররা সুবিধা পাবে। সব মিলিয়ে বিষয়টি সুখকর হবে না।’