কিশোরগঞ্জের বাজিতপুরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অর্ধ-শতাধিক আহত

- আপডেট সময় : ০৯:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অর্ধ-শতাধিক আহত হয়েছে। এছাড়া মাগুরায় গরুতে ঘাস খাওয়া নিয়ে ঝগড়ার জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদিকে, পটুয়াখালীতে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের বাজিতপুরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অর্ধ-শতাধিক আহত হয়েছে। দুপুরে উপজেলার রাহেলা ও কৈলাক গ্রামের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাহেলা ও কৈলাক গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুরে বাদ জুমা দুই গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
মাগুরায় গরুতে ঘাস খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শহরের পারন্দুয়ালী এলাকায় জোসনা বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা।দুপুরে বাড়ির পাশ্ববর্তি এলাকায় তাকে মারপিট করে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে, পটুয়াখালীর কুয়াকাটায় মং সুয়াচিং নামের এক রাখাইন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে সৈকতের পাড়ের একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।