কিন্ডারগার্টেনের সঙ্গে টিকতে পারছে না সরকারি স্কুল

- আপডেট সময় : ০১:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৫২০ বার পড়া হয়েছে
বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না সরকারি প্রাথমিক স্কুল। বগুড়ায় দিন দিন কমে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা। সরকারের নানামুখী উদ্যোগের পরেও ধরে রাখা যাচ্ছে না তাদের।
সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে পাঠদান, উপবৃত্তি চালু, নতুন নতুন অবকাঠামো নির্মাণসহ নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষাকে আনন্দময় করতে সাজ- সজ্জাকরণ, খেলাধুলার আয়োজনসহ সৃজনশীল বিভিন্ন উদ্যোগে চলছে স্কুলগুলো।
সব প্রচেষ্টায় পানি ঢেলে দিনদিন কমছেই শিক্ষার্থীর হার। গ্রামের এর হার আরো বেশি।
চড়া বেতনে অনেকেই সন্তানদের কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে ভর্তি করলেও অভিভাবকরা বলছেন, প্রাথমিকে পড়ার মান কমেছে। আবার ছাত্র-ছাত্রী কমে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা।
ছাত্র বাড়াতে নানা উদ্যোগের কথা জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৬০৩ টি। শিক্ষার্থী রয়েছে প্রায় আড়াই লাখ।