কিউইদের কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা
- আপডেট সময় : ০২:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডে আবারও ধরাশয়ী বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডতে কিউইদের কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। তামিমদের দেয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭২ বল হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড। এর আগে, স্বাগতিক পেস বোলিংয়ে বিধ্বস্ত হয় বাংলাদেশ। ১৩১ রানে অলআউট তামিমের দল। প্রতিরোধ করতে পারেননি কেউই। ইনিংস সর্বোচ্চ ২৭ রান মাহমুদউল্লাহ’র। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা ট্রেন্ট বোল্ট।
সময় যায় দিন ফুরায় বদলায় না নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ভাগ্য। কিউই মাটিতে আরও একবার ধরাশীয় লাল-সবুজ। আগের ১৩ ওয়ানডতের মতো এবার হার সঙ্গী বাংলাদেশের।তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডতে ৮ উইকেটের জয়ে রাজকীয় শুরু নিউজিল্যান্ডের।
ক্রিকেটারদের আত্মবিশ্বাস ওয়ানডেতে পরিণত দল, সব জায়গাতেই যেন ধূশর বাংলাদেশ। টস ভাগ্যটাও যেখান মুখ ফিরিয়ে নিয়েছে।
আপস…
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে বাংলাদেশ। দলীয় ৪২ নেই তিন উইকেট। ১৩ করে তামিমের বিদায়ের পর শূন্যতে সৌম্য, লিটন থেমেছেন ১৯’র ঘরে। ট্রেন্ট বোল্টের জোড়া শিকারে পর জিমি নিশামের আঘাত।
টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারের চিত্রটাও এক। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকও ফ্লপ এদিন। ২৩ রানে নিশামের দ্বিতীয় শিকারে পরিণত হন মুশফিক। মিথুন, মেহেদী মিরাজ ও অভিষিক্ত শেখ মেহেদিরাও আশা যাওয়ার মিছিলে।
৯৮ রানে ৭ উইকেটে হারানোর পর আর প্রতিরোধ গড়তে পারেননি কেউই। মাহমুদউল্লাহ’র ইনিংস সর্বোচ্চ ২৭ রানে কেবল একশ’র গন্ডি পেরোয় বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৩১। ৪৯ বল হাতে রেখে অলআউট তামিমের দল। ডানেডিনে পেসের ঝড় তোলা ট্রেন্ট বোল্টের শিকার ৪ উইকেট।
জবাবে যে উইকেটে খাবি খেয়েছে বাংলাদেশ সেই ২২ গজকেই ব্যাটিং স্বর্গ বানিয়েছে নিউজিল্যান্ড। ছোট লক্ষ্য আরও ছোট বানিয়েছেন মার্টিন গাপটিল-হেনরি নিকোলস। ৫৪ রানের উদ্বোধনী জুটিতে।
৩৮ রানে গাপটিল ঝড় থামান তাসকিন আহমেদ। ২৭ রানে ডেভন কনওয়েকে ফিয়েছেন হাসান মাহমুদ। তবে, ততক্ষণে জয়ের দারপ্রান্তে নিউজিল্যান্ড।
শেষ পর্যন্ত ৪৯ রানে অপরাজিত থেকে কিউইদের ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হেনির নিকোলস। ৮ উইকেটে আর ১৭২ বল হাতে রেখে জয় বাংলাদেশের অপেক্ষা আরও বাড়িয়েছে নিউজিল্যান্ড























