কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা সদস্য নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার সেনা।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভোরে আজাদ জম্মু ও কাশ্মীরের বাগ জেলায় সেনা বহনকারী গাড়িটি একটি খালে ডুবে যায়। এতে এ ঘটনা ঘটে। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে রাওয়ালপিন্ডিতে স্থানান্তর করা হয়েছে।নিহত সেনাদের মৃতদেহ তাদের নিজ শহরে পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে। এদিকে, সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।




















