কাল থেকে চালু হচ্ছে পণ্যবাহী কার্গো ট্রেন

- আপডেট সময় : ০৭:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
কাল থেকে চালু হচ্ছে পণ্যবাহী কার্গো ট্রেন। আপাতত তিনটি রুটকে প্রাধান্য দিয়ে এই সার্ভিস চালু করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী । লকডাউন তুলে দেবার সিদ্ধান্ত হলে, যাত্রীপরিবহনও শুরু করতে সমস্যা হবে না বলে জানান তিনি। বিকেলে টেলিফোনে এসএটিভিকে এসব জানান নুরুল ইসলাম সুজন।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে লকডাউনের শুরুতেই রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এখন ধীরে ধীরে পোশাক কারখানা চালুসহ কিছু কিছু ক্ষেত্রে শিথিলতার পথে হাঁটাছে সরকার। এ অবস্থায় রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে।
প্রথম ধাপে কাঁচামাল ও শাকসবজি পরিবহনের জন্য ‘লাগেজ ভ্যান’ চালু করা হচ্ছে বলে জানান রেলমন্ত্রী।
তিনি জানান, প্রথমে ঢাকা চট্টগ্রাম, ঢাকা যশোর, ঢাকা দেওয়ানগঞ্জ থাকলেও ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী তা বাড়ানো যাবে।
যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে নুরুল ইসলাম সুজন বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে লকডাউন তোলার পাকা সিদ্ধান্ত আসলেই সবকিছু আগের মতো চলবে।