কাল খুলছে সিরাজগঞ্জের নলকা সেতুর এক লেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কাল খুলে দেয়া হবে নলকা সেতুর এক লেন। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের ঈদ যাত্রায় ভোগান্তি কমবে বলে আশা করছে প্রশাসন।
সড়ক বিভাগের পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে সৃষ্ট খানাখন্দ সংস্কার, কড্ডা, পাচলিয়াসহ বেশ কয়েকটি পয়েন্টে অস্থায়ীভাবে রাস্তা প্রশস্ত করা হয়েছে। এতে, সেতু এলাকা যানজটমুক্ত হবে বলে প্রত্যাশা করছে সবাই। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। রোববার ভোর থেকে মহাসড়কজুড়ে এ চিত্র দেখা যায়।