কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা দিতে সময় বাড়ানোর আবেদন

- আপডেট সময় : ০১:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা দিতে সময় বাড়ানোর আবেদন করেছে তদন্ত কমিটি। এদিকে হত্যার প্রতিবাদে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে মাঠে নেমেছে প্রগতিশীল ছাত্র সংগঠনের কর্মীরা।
তদন্ত কমিটির সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও কালীগঞ্জ পৌরসভা নির্বাচন থাকায় তা সম্ভব হয়নি। প্রতিবেদন জমা দিতে গাজীপুর জেলা প্রশাসকের কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছে। দুই-একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গত ২৭শে ফেব্রুয়ারি দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন গাজীপুর জেলা প্রশাসক। পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রসংগঠনের শিক্ষার্থীরা।