কারচুপির চেষ্টা হলেই ভোটগ্রহণ বন্ধ : সিইসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
এসময় প্রার্থীদের কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। সকালে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি করছে বিদেশিরা জানিয়ে সিইসি বলেন, প্রার্থীদের সহায়তায় সফল একটি জাতীয় নির্বাচন করতে আগ্রহী কমিশন। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে, এই বিশ্বাস থেকে

















