কাবুলে জোড়া বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৩ জন।
মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি ঘটনা নিশ্চিত করে বলেছেন, কাবুলের ৪শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের প্রবেশমুখে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তিনি হতাহতের বিষয়টি স্পষ্ট করেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, এটি একটি গাড়ি বোমা হামলা। তবে এ ঘটনার দায় এখনও স্বীকার করেনি কেউ। এর আগে ২৩ অক্টোবর জালালাবাদে তালেবানকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় দুজন নিহত হয়।