কাপড়ে নকশা তৈরী করে পপির স্বপ্ন পূরণ

- আপডেট সময় : ০৫:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
বর্ষকালে নেত্রকোনার কারলী গ্রামে শাড়ী, থ্রি-পিছ, পাঞ্জাবী, বিছানার চাদরসহ বিভিন্ন কাপড়ে নকশা তৈরীতে ব্যস্ত থাকেন নারীরা। ফলে স্বামীর রোজগারের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে শিক্ষার্থীসহ নানা বয়সী নারী। এ ধরনের উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তারা।
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কারলী গ্রামের হেনরী আমিন পপি। অনেক বাধা পেরিয়ে প্রশিক্ষণ নিয়ে তৈরী করেছেন রাবেয়া ফ্যাশন হাউজ। পূরণ করেছেন স্বপ্ন। ১২০ জন নারীকর্মী কাজ করেন তার প্রতিষ্ঠানে। সেলাইয়ের কাজ করে লেখাপড়ার খরচ চালাচ্ছে অনেক শিক্ষার্থী।
এখানে শাড়ী, পাঞ্জাবী, ত্রি-পিস, কুশন কভারসহ বিভিন্ন হাত ব্যাগে দৃষ্টিনন্দন নকশী এবং কাপড়ে নানা ডিজাইনের ব্লক করা হয়। আর এগুলো দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী হচ্ছে বিদেশে। ফলে গ্রামীণ সমাজে পরিবর্তনের পাশাপাশি ঘটছে আর্থিক উন্নয়ন।
গ্রামের বধু হয়ে শহরে গিয়ে কাজ করা নিষেধ ছিল স্বামীর। অনেক বাধা পেরিয়ে সেলাই কাজে স্বাবলম্বী হয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন। অবহেলিত নারীরা এভাবেই সফল হতে পারেন বলে মনে করেন এই নারী উদ্যোক্তা।
তার মত নারী উদ্যোক্তদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিকের উপ-ব্যবস্থাপক।
অবহেলিত নারীদের কর্মসংস্থানে এগিয়ে আসবে সরকার, এমনটিই প্রত্যাশা জেলাবাসীর।