কানাডায় একটি ব্যাংকে বন্দুকযুদ্ধে দুই অস্ত্রধারী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কানাডায় একটি ব্যাংকে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই অস্ত্রধারী নিহত হয়েছেন। এছাড়া, এ ঘটনায় আরও ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
গতকাল ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে এ ঘটনা ঘটে।কানাডীয় পুলিশের বরাত দিয়ে আজ আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
এদিকে, একইস্থানে একটি সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়ার পর বিস্ফোরণের আশঙ্কায় পার্শ্ববর্তী বাড়িগুলো খালি করে দেয়া হয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ প্রধান ডিন ডুথি সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজনরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একটি টুইট বার্তায় তিনি বলেন, এই ঘটনায় মর্মাহত ও দুঃখিত।